ঢাকা ও চট্রগ্রাম হতে দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের যাত্রীরা সড়ক পথে যে কোন বাহনে জগদ্বীমপুর এর পর, রতনপুর বাসষ্ট্যান্ড এ নেমে সি,এন,জি,/টেম্পু/রিক্সায় ছাতিয়াইন বাজারসহ অন্যান্য গ্রামে যেতে পারবে।
ঢাকা ও চট্রগ্রাম এবং সিলেট হতে উত্তর, দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের যাত্রীরা রেল পথে সিলেট-ঢাকা, ঢাকা-সিলেট, চট্রগ্রাম-সিলেট, সিলেট-চট্রগ্রাম গামী যে কোন ট্রেনে নোয়াপাড়া রেল ষ্টেশনে নেমে সি,এন,জি,/টেম্পু/রিক্সায় ছাতিয়াইন বাজারসহ অন্যান্য গ্রামে যেতে পারবে।
ব্রাহমনবাড়ীয়া-নাছিরনগর-লাখাই থেকে সড়ক পথে সি,এন,জি,/টেম্পু/রিক্সায় ছাতিয়াইন বাজারসহ অন্যান্যগ্রামে যাতায়াত করা যাবে।
শাহাজীবাজার মাঝার গেইট থেকে বাগাসুরা হয়ে সড়ক পথে ছাতিয়াইন বাজারসহ অন্যান্য গ্রামে যাতায়াত করা যাবে।
জরুরীভাবে হেলিকপ্টার নামার জন্য ছাতিয়াইন কলেজ মাঠ, সাকুচাইল খেলার মাঠ, পিয়াইম খেলার মাঠ ও এক্তিয়ারপুর খেলার মাঠ ব্যবহার করা যাবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS